জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালনে সক্রিয় ডেনমার্ক আ.লীগ

জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালনে সক্রিয় ডেনমার্ক আ.লীগ

36ডেনমার্ক আওয়ামী লীগের বর্তমান সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, প্রবাসে থেকেও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে ডেনমার্ক আওয়ামী লীগ।

আওয়ামী লীগের জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালনে ডেনমার্ক আওয়ামী লীগ সদা সক্রিয়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের মাধ্যমে বছরের কর্মসূচি শুরু হয়।

এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের আলোচনা সভার আয়োজন করা হয়। পরে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর আলোচনা সভা, ১৯ মার্চ বঙ্গবন্ধুর জনবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু দিবসও উদযাপন করা হয়।

২২ মার্চ ডেনমার্কের পাকিস্তান দূতাবাস ঘেরাও করা হয়। ২৫ মার্চ ডেনমার্ক সংসদের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে  আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কর হয়। ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষেও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপুমনি।

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ১৫ আগস্টে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কার্যক্রম শুরু করা হয়। এরপর মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এর বাইরে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার প্রাপ্তিতে আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করতে যান ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, হিল্লোল বড়ুয়া।

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। জেল হত্যা দিবসেও আলোচনা সভার আয়োজন করা হয়।

হাঙ্গেরীর বুদাপেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যোগদান করেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের সাংগঠনিক কার্যক্রম সমাপ্ত করে। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া আশা করেন, আগামী বছরে ডেনমার্ক আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়ে আওয়ামী লীগকে প্রবাসে প্রতিষ্ঠিত করবে।

রাজনীতি