চীনে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ কারখানা গড়বে স্যামসাং

চীনে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ কারখানা গড়বে স্যামসাং

বিশ্বের বিখ্যাত ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং চীনে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ উৎপাদন কারখানা নির্মাণ করার পরিকল্পনা করছে। কারখানা নির্মাণে প্রায় ৭ শত কোটি ডলার খরচ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, স্যামসাং বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রথম দফায় ২শত ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে। তাদের প্রস্তাবিত কারখানায় স্মার্ট ফোন, ট্যাবলেট কম্পিউটার এবং এমপি থ্রি প্লেয়ারের জন্য মেমোরি চিপ তৈরি করা হবে।

পরবর্তীতে ধাপে ধাপে স্যামসাং তাদের বিনিয়োগ বাড়াবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে।

চীনের ক্রম প্রসারিত বাজারের দিকে লক্ষ্য রেখেই তারা বিনিয়োগের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে চীনে তাদের প্রযুক্তি নকল হওয়ার আশঙ্কা অনেক বেশি বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের শুরুতে স্যামসাং কারখানা স্থাপনে চীন সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন লাভ করে।

ধারণা করা হচ্ছে ২০১৩ সালের শেষ নাগাদ এই কারখানা থেকে মেমোরি চিপ উৎপাদনে যেতে পারবে স্যামসাং ইলেক্ট্রনিক্স।

আন্তর্জাতিক