জাপানে শক্তিশালী ঝড়ে নিহত ৪

জাপানে শক্তিশালী ঝড়ে নিহত ৪

জাপানের উত্তরাঞ্চলে মঙ্গলবার এক শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে ৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

এই ঝড়ের প্রভাবে মঙ্গলবার পুরোদিন জুড়েই দেশটির উত্তরের বিভিন্ন জায়গায় প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় শহরগুলোতে অচল হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ এবং বিপর্যস্থ হয় রেল ও বিমান চলাচল ব্যাবস্থা। এখনো সেখানে প্রায় ২ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

ঝড়ের সময় দেশটির উত্তরাঞ্চলীয় প্রধান দ্বীপ হনসু এবং হোক্কাইডোর কিয়দাংশে ঘণ্টায় ১৫৬ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যায়।

এদিকে জাপানের আবাহাওয়া অফিস ইতোমধ্যে এই ঝড়ের প্রভাবে দেশটির কেন্দ্রীয় সমূদ্র উপকূলীয় ও উত্তারঞ্চলে অঞ্চলে দমকা বাতাস ও উঁচু ঢেউ এর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

আন্তর্জাতিক