ওয়েস্ট ইন্ডিজের জন্য স্পিনে শান দিচ্ছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের জন্য স্পিনে শান দিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে কথাটা কেমন যেন শোনায়। কিন্তু ক্রিকেট এতটা অনিশ্চয়তার খেলা, যে কোন অঘটন ঘটে যেতে পারে। ভুরি ভুরি রেকর্ডও অর্থহীন হয়ে পড়ে মাঝে মাঝে। এই যেমন ২৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আয়ারল্যান্ডকে শুক্রবার গ্রুপ ম্যাচে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বেলাও যে তেমন কিছু ঘটবে না সে নিশ্চয়তা কেউ দিতে পারে না।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় স্থানে। রানরেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে তারা। রোববার ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ দল যদি হেরেও যায় তবুও তৃতীয় স্থান নিশ্চিত। আর জিতে গেলে রানরেটে গ্রুপ সেরা নির্বাচন করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে লড়াই হবে। ওয়েস্ট ইন্ডিজ নিশ্চয়ই চাইবে না গ্রুপের শেষ ম্যচটা হেরে গিয়ে বিশ্বকাপে খেলার জটিল সমিকরণের শিকার হতে।

যদিও বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুনের দাবি লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। বলেন,“ওয়েস্ট ইন্ডিজ আমাদের থেকে অনেক ভালো দল। আমরাও ভালো দল। কিন্তু আমাদের কালকে যে ম্যাচটা আছে আমার মনে হয় ভালো লড়াই হবে। অবশ্যই আমরা চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য।”

ওয়েস্ট ইন্ডিজ দলটি শুধুমাত্র গ্রুপের ফেভারিট নয়। নারী বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতারও অন্যতম সেরা। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকেই সম্ভাব্য ফাইনালিস্ট ধরা হচ্ছে। তবুও কিন্তু রেখে দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক,“আমরা তাদের খেলা দেখিনি। জানি না তারা স্পিনে দুর্বল না পেসে দুর্বল। তারাও আমাদের খেলা দেখেনি। তারাও জানে না আমাদের কোথায় দুর্বল এবং কোথায় স্ট্রং। আমার মনে হয় আমার দল স্পিন দিয়ে ভালো করছে এবং পরের ম্যাচেও ভালো করবে।”

আগের ম্যাচের চেয়ে গ্রুপের শেষ ম্যাচটি কঠিন হবে এনিয়ে কোন সন্দেহ নেই। জিততে হলে রানের পারিমাণও বেশি লাগবে। সালমা জানালেন,“ওয়েস্ট ইন্ডিজের জন্য একটু বেশি রান করতে হবে। ২০০ বা ২৩০ হলে ভালো আমাদের জন্য। অবশ্যই সম্ভব যদি আমরা ভালো ব্যাটিং করি। আমাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার যদি রান পায় তাহলে অবশ্যই ২৩০ করা সম্ভব।”

কোচ মমতা মাবেন ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছেন। কিন্তু জয়ের ধারায় থেকে গ্রুপের শেষ ম্যাচ জিততে পারলে পারিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করেন তিনি। জানালেন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনই তাদের লক্ষ্য,“আমি মনে করি, বিশ্বকাপে কোয়ালিফাই করার একটা সুযোগ তৈরি হয়েছে। চেষ্টা করবো সেটাকে কাজে লাগাতে। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ ম্যাচ নিয়ে ভাবছি। আশা করি ভালো খেলবে আমাদের দল।”

খেলাধূলা শীর্ষ খবর