আলামত সংগ্রহে ফের আশকোনার জঙ্গি আস্তানায় সিআইডি

আলামত সংগ্রহে ফের আশকোনার জঙ্গি আস্তানায় সিআইডি

রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানার আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফের সেখানে গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিআইডির ২টি ক্রাইম সিন ইউনিট সেখানে পৌঁছায়।

সিআইডির ক্রাইম সিন ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন এএসপি আব্দুস সালাম।

গত শনিবার রিপোল-২৪ অভিযান শেষে ডিএমপি কমিশনার জানান, রোববার সেখানে থাকা ক্রাইম সিন সংগ্রহ করে নিয়ে যাবে সিআইডি। বোম ডিসপোজাল ইউনিট সেখানকার বিস্ফোরক দ্রব্য ও গ্রেনেড নিষ্ক্রিয় করবে।

সিআইডি সূত্র জানায়, রোববার দিনভর ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেড নিষ্ক্রিয় করতে সময় নেয়। শেষ বিকেলে আস্তানার কক্ষে প্রবেশ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। রোববার সব আলামত সংগ্রহের কাজ শেষ না হওয়ায় আজ আবারো আস্তানা কক্ষে প্রবেশ করে সিআইডি।

উল্লেখ্য, শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

বাংলাদেশ