আশুলিয়ায় মিনিবাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকার কালাম সরকারের বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার নবীনগর থেকে আব্দুল্লাহপুর যাওয়ার পথে গ্রামীণ সেবা পরিবহনের দুইটি মিনিবাসকে (ঢাকা মেট্রো-ছ ১১-০৩৩২ এবং ঢাকা-ছ ১৪-০০৫৫) বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
চলন্ত অবস্থায় ট্রাকটির সামনের চাকা বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস দুইটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মিনিবাস দুইটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।
ঘটনাস্থলেই মিনিবাসের যাত্রী আল-আমিন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।