শাহজালালে পৌনে ৭ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে পৌনে ৭ কেজি স্বর্ণ উদ্ধার

11হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট থেকে ৫৭টি স্বর্ণে বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬.৬৫ কেজি। শনিবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল ওমানের মাস্কট থেকে আগত রিজেন্টের ফ্লাইটে অভিযান চালায়। পরে আগত RX-724 ফ্লাইটের অভ্যন্তর থেকে 23A সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভ্যন্তরীণ কোনো সহায়তা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের মূল্যবান গুদামে জমা দেয়া হবে। পরে পুলিশ প্রহরায় বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে। উদ্ধার স্বর্ণের মূল্য প্রায় ৩.৩৩ কোটি টাকা।

বাংলাদেশ