জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান। দুই দলের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জুভেন্টাসকে ৪-৩ গোলে হারিয়ে হারায় এসি মিলান।
কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে গত আসরের শিরোপা জয়ী জুভেন্টাস। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৮ মিনিটে অধিনায়ক জর্জো কিয়েল্লিনির গোলে এগিয়ে যায়। ম্যাচের ৩৪ মিনিটে মিলানকে সমতায় ফেরান ইতালির মিডফিল্ডার জাকোমো বোনাভেনতুরা।
বাকি সময় দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চালিয়েও গোল করতে ব্যর্থ হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। জুভেন্টাসের দুই ফরোয়ার্ড মারিও মানজুকিচ ও পাওলো দিবালা লক্ষ্যভেদে ব্যর্থ হলে রোমাঞ্চকর জয় পায় মিলান। আর এ জয়ে জুভেন্টাসের সর্বোচ্চ সাতটি ইতালিয়ান সুপার জয়ের রেকর্ডে ভাগ বসালো মিলান।