ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নও করেছিলেন। উনার মতো নেতা বিশ্বে আর আসবে না। তিনি সমস্ত বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘বিজয়ের ৪৫ বছর, লাল সবুজের মহোৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
১৬ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে গানবাংলা টিভির ওয়ান মোর জিরো কমিউনিকেশন। সহযোগিতায় ছিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ম্যাক্স গ্রুপ, আলিফ গ্রুপ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৠাবের মহাপরিচালক বেনজির আহমেদ,বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো আলমগীর, আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম, গানবাংলাটিভির ডিরেক্টর দেলোয়ার হোসেন রাজা, সিইউও কৌশিক হোসেন তাপস, ব্যবস্থাপনা পরিচালক ফারজানা মুন্নি প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী বলেন, এই সেই জাতিরজনক যার নেতৃত্বে আজ আমরা স্বাধীন। পৃথিবীতে অনেক নেতা আসবে যাবে কিন্তু বঙ্গবন্ধুর মতো মহান নেতা পৃথিবীতে আর আসবে না।
তিনি বলেন, সমুদ্রের গভীরতা মাপা যায় তবে বঙ্গবন্ধুর হৃদয়ের গভীরতা মাপা যায় না। বঙ্গবন্ধু সুজলা সুফলা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই পথেই বাংলাদেশ এগিয়ে চলছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে। আমাদের জাতির পিতার স্বপ্নের পথেই এগিয়ে চলেছে। সেদিন বেশি দূর নয় বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।