‘মুক্তিযোদ্ধা দিবস সরকারিভাবে পালন করতে হবে’

চট্টগ্রাম: সরকারিভাবে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড।

মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নগরীর মুক্তিযোদ্ধা ভবনের সংসদ কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা এ দাবি জানান।

জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দপ্তর কমান্ডার আলাউদ্দিন, সহকারী কমান্ডার (শিক্ষা, গবেষণা ও পাঠাগার) মো. বোরহান উদ্দিন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল জলিল, সদস্য একরামুল হক, বাবুল মজুমদার, সেকান্দর হোসেন চৌধুরী, হাটহাজারী উপজেলা কমান্ডার নুরুল আলম, লোহাগাড়ার আকতার আহমেদ সিকদার, সাতকানিয়ার আবু তাহের, শিল্পী মৃণাল কান্তি, সীতাকুণ্ডের ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান চৌধুরী, পটিয়ার ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান, সন্তান কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার পাভেল সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা। বার্ধক্যজনিত কারণে প্রতিদিনই মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমছে। এ অবস্থায় মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখতে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনটি মুক্তিযোদ্ধা দিবস হিসেবে সরকারিভাবে পালন করার দাবি যৌক্তিক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে দৃষ্টান্ত স্থাপন করেছে। মুক্তিযোদ্ধাদের বিশ্বাস, মুক্তিযোদ্ধা দিবসও সরকারিভাবে ঘোষণা ও পালন করা হবে।

সভায় বিজয়ের মাস ডিসেম্বরে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশপ্রেম জাগ্রত রাখার জন্য নিজ নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের কণ্ঠে স্মৃতিচারণ, যুদ্ধজয়ের গল্প শোনানোর মতো আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ