সামরিক জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা: মহান এই বিজয়ের মাসে সামরিক জাদুঘরে ‘বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সংবলিত আলোকচিত্র প্রদর্শনী’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক স্থির ও ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মুক্তিযুদ্ধভিত্তিক স্থির ও ভিডিও চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। এছাড়া তিন বাহিনী প্রধান, সামরিক ও অসামরিক উচ্চ পদের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ আনুমানিক ৮০০ জন দর্শক উপস্থিত ছিলেন।

সামরিক যাদুঘরে শুরু হওয়া এই প্রদর্শনী আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। যাতে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত উল্লেখ্যযোগ্য ইতিহাস সংবলিত ১২০টি স্থির ও ভিডিও চিত্র প্রদর্শিত হবে যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

Featured বাংলাদেশ শীর্ষ খবর