যশোর আইনজীবী সমিতির সভাপতি রাকিব সম্পাদক গফুর

যশোর আইনজীবী সমিতির সভাপতি রাকিব সম্পাদক গফুর

34যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শরীফ আব্দুর রাকিব সভাপতি ও আব্দুল গফুর সম্পাদক নির্বাচিত হয়েছে।

বুধবার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাত পর্যন্ত ভোট গণনা শেষে বুধবার ভোরে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৭ টি পদের মধ্যে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে শরীফ আব্দুর রাকিবসহ ১১টি পদে ও জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদে আব্দুল গফুরসহ ৬টি পদে বিজয়ী হয়েছেন।

সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে নেতা নির্বাচনে মোট ৪৮৬ ভোটারের মধ্যে ৪৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আওয়ামী আইনজীবী পরিষদ ও নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল আলাদা আলাদা প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর ছিল সমিতির ১ নম্বর ভবনের আশপাশ এলাকা।

প্রাথমিকভাবে ঘোষিত ফল অনুযায়ী সভাপতি পদে আওয়ামী আইনজীবী পরিষদের শরীফ আব্দুর রাকিব ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মোহাম্মদ ইসহক ২১৪ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ইদ্রিস আলীকে ৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী এমএ গফুর। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৬৭।

বিজয়ী অন্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বোরহান উদ্দীন জাকির ২৩৭, আওয়ামী আইনজীবী পরিষদের তাজমিলুর রহমান সরদার (স্বপন) ২০৭,  যুগ্ম সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সিরাজুল ইসলাম লেন্টু ২৫৮, সহকারী সম্পাদক পদে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের বিএম জাফর আলতাফ ২৪৯, আওয়ামী আইনজীবী পরিষদের পলক কুমার মৈত্র ২৩০, লাইব্রেি সম্পাদক পদে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের মিজানুর রহমান ২৪৭ ও কার্যকরী সদস্য পদে আওয়ামী আইনজী ফোরামের শাহিন আক্তার সূবর্ণা ২৮০, জাহাঙ্গীর আলম ২৫২, শাহানাজ পাভীন ছন্দা ২৪৫।

এছাড়া একরামুল ইসলাম মুকুল ২৪৫, বসির আহমেদ খান ২২৭, গোলাম নবী ২২৫, আব্দুল্লাহ আল মাসুদ ২২০ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুল মোড়ল ২০৮, মাহমুদা খানম ২০৮ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট ইসমত হাসার।

জেলা সংবাদ