উচ্চপ্রযুক্তির পণ্য তৈরিতে ওয়ালটনের অগ্রগতি দেখে বিস্মিত জাপানের বিশ্ববিখ্যাত কোম্পানি হিটাচি কম্প্রেসারের প্রেসিডেন্ট কোইশি সেকিগোশি।
তিনি বলেছেন, ওয়ালটন একটি বড় স্বপ্ন, বিশাল সম্ভাবনার শুরু। তারা উন্নয়ন ও গবেষণাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে তাদের বিজয় অবশ্যম্ভাবী।
মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে হিটাচি কম্প্রেসারের প্রেসিডেন্ট কোইশি সেকিগোশি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্যরা ছোট ছোট যন্ত্রাংশ বাইরে থেকে আমদানি করে। কিন্তু ওয়ালটন সেখানে নিজেরাই সব যন্ত্রাংশ তৈরি করছে। এটা তাদের বিশাল অর্জন।
ওয়ালটনের উন্নয়ন ও গবেষণায় ৬ শতাধিক প্রকৌশলী ও টেকনিশিয়ান কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানিতে পরিণত হতে পারে ওয়ালটন। তারা এখন যথেষ্ট গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করছে। পৃথিবীর ১১টি দেশে ওয়ালটনের পণ্য রফতানি হচ্ছে। আশা করছি, তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এক সময় হয়েতো ওয়ালটন সারা বিশ্বেই পণ্য রফতানি করতে পারবে।’
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, থাইল্যন্ডভিত্তিক স্যংচাই ইক্যুপমেন্ট লিমিটেড এর সেলস ডিরেক্টর সোপাচাই থাম্মাপিরাক, ওয়ালটনের অতিরিক্ত পরিচালক লে. কর্নেল (অব.) এমএ কাদের, সিনিয়র ডেপুটি ডিরেক্টর উদয় হাকিম, আশরাফুল আম্বিয়া, আলমগীর আলম সরকার, ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রধান লোকমান হোসেন আকাশ, জাপানী ব্যবসায়ী পিনিট সাংগোয়াংওং, ওরাফান ইয়াম নাগমাসুম, ইতোচো কর্পোরেশনের প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিনেটর ম্যানেজার শফিকুর রহমান প্রমূখ।
কোইশি সেকিগোশি ওয়ালটনের কোয়ালিটি কন্ট্রোল, উন্নয়ন ও গবেষণা এবং বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখে তার সন্তুষ্টির কথা জানান।
ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘ওয়ালটন একক কোনো দেশের মেশিনারিজ ব্যবহার করছে না। যে দেশের যে প্রযুক্তিটি সেরা সেটিই আমরা নিচ্ছি। যে কারণে সবকিছুর সমন্বয়ে সর্বাধুনিক প্রযুক্তি এবং সর্বোচ্চ মান নিশ্চিত করা আমাদের জন্য সহজ হয়েছে।’
তিনি বলেন, ‘ওয়ালটন কারখানা পরিদর্শন করে কোইশি সেকিগোশি আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। এটা আমাদের দেশের জন্য একটি ইতিবাচক দিক।’
ওয়ালটন কর্মকর্তারা জানান, কারিগরি সহায়তা বিষয়ে ওয়ালটনের সঙ্গে হিটাচি ক¤েপ্রসারের একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।