ঢাকাস্থ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার ঘটনা তদন্তে ঢাকায় আসা সৌদি তদন্ত দল তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এর অংশ হিসেবে তারা বুধবার সকালে গুলশানের ১২০ নম্বর সড়ক এবং নিহত সৌদি দূতাবাস কর্মকর্তার বাসভবন পরিদর্শন করেন।
সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত- এ আধা ঘণ্টা সময় ধরে সৌদি তদন্ত কর্মকর্তারা হলের গুলশান ১২০ নম্বর সড়কের যেখানে খালাফ আলী গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন, সেই স্থানটি এবং তার বাসভবন ঘুরে ফিরে দেখেন। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
পরিদর্শনকালে সৌদি তদন্ত দলের সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার(ডিসি) লুৎফুল কবির, মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের ডিসি মাহবুবুর রহমান, গুলশান থানার ওসি রফিকুল ইসলামসহ মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ডিএমপি’র গুলশান বিভাগের ডিসি লুৎফুল কবির বলেন, ‘তারা এসেছেন। ৮ সদস্যের সৌদি তদন্ত দলের সবাই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। তারা তাদের দূতাবাসে ফিরে গিয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন।’ তিনি আর বিশেষ কিছু বলতে রাজি হননি।
একটি সূত্র জানায়, বুধবার বিকেলে সৌদি তদন্ত দলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
আরেকটি সূত্রমতে, সৌদি তদন্ত দল তাদের তদন্ত চলাকালে মিডিয়াকে এড়িয়ে চলার কথা জানিয়েছে।