আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিন ব্যাপী চরমোনাইয়ের বাৎসরিক মাহফিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এর আগে আখেরি মুনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে লঞ্চ, ট্রলার ও বাস যোগে মুসল্লিরা চরমোনাই মাহফিলের ময়দানে উপস্থিত হন। গোটা এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
আখেরি মোনাজাতে চরমোনাই পীর রেজাউল করীম মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতি কামনা করেন। বিশেষ করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া করেন। মোনাজাতে দেশবাসীর সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।
আখেরি মোনাজাতে বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউছ, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ অংশ নেন।