ডিসিসি নির্বাচন : আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠকে ইসি

ডিসিসি নির্বাচন : আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠকে ইসি

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা।

বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিনার কাজি রকিবউদ্দীন আহমেদের সভাপতিত্বে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মোহাম্মদ শাহনেওয়াজ, নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিকসহ নির্বাচন কমিশন কর্মকর্তাবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ৠাব মহাপরিচালক মোখলেসুর রহমান, বিজিবি’র মহাপরিচালক, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, কোস্টগার্ড ও আনসার প্রতিনিধিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিচ্ছেন।

কমিশন সূত্র জানায়, ডিসিসি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। বুধবারের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ ও তফসিলের সম্ভাব্য দিন নির্ধারিত হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে ইসিকে কতটা সহায়তা করতে পারে সে বিষয়েও আলোচনা হবে।

বাংলাদেশ