প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব আবুল কালাম আজাদকে এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নবিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর মুখ্য সচিবের চাকরির মেয়াদ শেষ হওয়ায় আবুল কালাম আজাদকে নতুন পদে নিয়োগ দিয়ে ইতোমধ্যে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আজাদকে রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য নতুন করে এসজিডিবিষয়ক মুখ্য সমন্বয়কের পদ সৃষ্টি করা হয়েছে। তিন বছরের চুক্তিতে আবুল কালাম আজাদ এই দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পান। অবসরের বয়সসীমায় পৌঁছানোর পর একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। এর আগে ২০১৪ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। তারও আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।