নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার ড্রেন নির্মাণে বাধা দিয়ে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানকে মারধরসহ লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফের সড়ক অবরোধ করে চেয়ারম্যানের সমর্থকরা। এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
মঙ্গলবার সকাল ৯টা হতে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলীসহ নেতৃবৃন্দরা অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।
এসময় সড়ক অবরোধের ফলে ঢাকা- নারায়ণগঞ্জ ও ঢাকা মুন্সিগঞ্জ সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।
এরআগে সোমবার বিকেল ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানকে মারধর করার প্রতিবাদে বিক্ষোভ করেছিল চেয়ারম্যানের সমর্থকরা। এসময় অভিযুক্ত পিপুল, ওলা মাসুদ গংদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছিল তারা। কিন্তু পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় আন্দোলনকারী ফের সকালে রাস্তায় নেমে আসে।
সূত্রে জানা যায়, ফতুল্লার পঞ্চবটি হতে ধর্মগঞ্জ সড়কে রাস্তার ড্রেন নির্মাণ কাজ চলছিল। পরে পঞ্চবটি গফুর মার্কেট নামক বহুতল ভবনের মালিক পিপুলসহ তার লোকজন ড্রেন নির্মাণ কাজে বাধা দেয়। তাদের ভবনের রাস্তা ছেড়ে অন্য স্থান দিয়ে কাজ করতে বলে। এতে এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর পিপুলসহ তার লোকজন কাজ বন্ধ করতে বলে। কিন্তু চেয়ারম্যান তাদের কথা না শুনে কাজ চালিয়ে যাওয়ায় সোমবার বিকেলে চেয়ারম্যান কাজের সাইডে আসলে পিপুলসহ তার লোকজন এসে চেয়ারম্যানকে মারধরসহ লাঞ্ছিত করে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, চেয়ারম্যানের সমর্থকরা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে, এখন কোনো মমস্যা নেই। যানচলাচল স্বাভাবিক রয়েছে।