জম্মু-কাশ্মিরের নাগরোটা সেক্টরে সেনাবাহিনীর একটি আর্টিলারি ইউনিটে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন সেনা নিহত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে। খবর অল ইন্ডিয়ার।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে জম্মু-কাশ্মির থেকে ২০ কিলোমিটার দূরের নাগরোটা ক্যাম্পে গ্রেনেড ছুড়েছে এবং ক্রমাগত গোলাগুলি করে সন্ত্রাসীরা। সেনাবাহিনীর ক্যাম্পে চার সন্ত্রাসী লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।
সন্ত্রাসীদের হামলায় এক মেজর এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। অপরদিকে, সীমান্তরক্ষীদের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।