আসন্ন জেলা জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে সাতক্ষীরার তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা। পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদকে পুনরায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবি ও মুনছুর আহম্মেদের মনোনয়ন প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা। উভয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভাপতি মুনছুর আহমেদের পক্ষে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হক চঞ্চলের সভাপত্বিতে আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, নারী নেত্রী শাহনাজ পারভীন মিলি ও কাউন্সিলর জ্যোৎস্না আরা।
সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পক্ষে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, গোলাম মোস্তফা বাবু, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ, পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম-আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন প্রমুখ।