মধুর প্রতিশোধের আশায় মুম্বাই

মধুর প্রতিশোধের আশায় মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দুইবার শিরোপা জিতেছে ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। বুধবার প্রতিযোগিতার পঞ্চম আসরে হ্যাট্টিক শিরোপার আশায় ফের মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির দল। উদ্বোধনী ম্যাচে তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

দুইমাসব্যাপী আয়োজিত প্রতিযোগিতার পঞ্চম আসরের প্রথম ম্যাচ হবে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯ টায় ময়দানী যুদ্ধে নামবে দুই দল। চেন্নাইয়ের অধিনায়ক যথারীতি ধোনি থাকলেও মুম্বাইয়ের নেতৃত্বে পরিবর্তন এসেছে। ক্লাবের অধিনায়ক শচীন টেন্ডুলকারের বদলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন অফস্পিনার হরভজন সিং। গত বছর হরভজনের অধিনায়ত্বে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা জেতে মুকেশ আম্বানির মালিকানাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স।

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জেতে চেন্নাই। এর এক বছর আগে ২০১০ সালে চেন্নাইয়ের শিরোপা উৎসব মাঠের এক পাশে দাঁড়িয়ে দেখেছেন শচীন ও হরভজনরা। সেবার মুম্বাইকে হারিয়ে শিরোপা জেতে চেন্নাই। তাই পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে মধুর প্রতিশোধ নিতেই মাঠে নামবে মুম্বাই। ফর্মে আছেন সেঞ্চুরিম্যান শচীন টেন্ডুলকার, কিয়েরন পোলার্ড, রবিন পিটারসন ও মিচেল জনসন।

আত্মবিশ্বাসের জ্বানালিতে ভাটা পড়েনি সদ্য অধিনায়কের দায়িত্ব নেওয়া হরভজনের। কারণ তার নেতৃত্বেই গত বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঠেছে মুম্বাইয়ের শোকেসে। এদিক দিয়ে কিছুটা চাপে আছেন চেন্নাই অধিনায়ক ধোনি। বিশ্বকাপ জয়ের পর তার নেতৃত্বে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হয়েছে ভারত। সর্বশেষ এশিয়া কাপেও নাকাল হয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

তারপরও ‘মি. কুল’ খ্যাত ধোনি যেকোন সময় জ্বলে উঠতে পারেন প্রতিপক্ষের বিপক্ষে। ধোনি ছাড়াও মুম্বাইয়ের ওপর ফের তান্ডব চালাতে ব্যাটে শাণ দিচ্ছেন সুরেশ রায়না, এস বদ্রিনাথ, রবিচন্দ্রন জাদেজা ও মুরালি বিজয়রা।

খেলাধূলা