ইংল্যান্ডের বিপক্ষে ক্লান্তির ছাপ নেই এশিয়া কাপে বাজে পারফরমেন্স করা শ্রীলঙ্কার। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেও স্বচ্ছন্দে ইংলিশদের শাসন করেছেন স্বাগতিকরা। মাহেলা জয়াবর্ধনের শতকে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে দিন শেষে তাদের সংগ্রহ ২৩৮।
পি সারা ওভাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। খেলতে নেমে শুরুতেই জেমস অ্যান্ডারসনের গতি ঝড়ে নাকাল হয় তারা। মাত্র ৩০ রানের মধ্যেই তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এই ইংলিশ পেসার।
ব্যক্তিগত ১৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন তিলকারতেœ দিলশান। রানের খাতা খোলার আগে ইংলিশ অধিনায়কের তালুবন্দী হন কুমার সাঙ্গাকারা। অ্যান্ডারসনের তৃতীয় শিকার হন লাহিরু থিরিমান্নে (৮)। পরপর তিন উইকেট হারিয়ে কোণঠাসা স্বাগতিকরা দ্রুতই ম্যাচে ফিরে জয়াবর্ধনের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে।
অবশ্য প্রথম দিকে সাফল্য পেলেও পর আর লঙ্কানদের বিপদে ফেলতে পারেননি অ্যান্ডারসন। তাই তিন উইকেট শিকার করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে সতীর্থ টিম ব্রেসনান, গ্রায়েম সোয়ান ও স্টিভেন ফিন নিয়েছেন একটি করে উইকেট। এর আগে লঙ্কাকে ভালো অবস্থানে পৌঁছে দেন জয়াবর্ধনে, থিলান সামারাবিরা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
১০৫ রান করেন জয়াবর্ধনে। ১১টি চার ও একটি ছয়ের মারছিলো তার ইনিংসে। এছাড়া অর্ধশতক (৫৪) করেন সামারাবিরা। ৪১ রান নিয়ে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সতীর্থ সুরজ রনদীপ অপরাজিত আছেন ৭ রানে।