ভারতীয় সরকারের ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
ভারতীয় পত্রিকা দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, কেবল স্বৈরাচারী সরকারের পক্ষেই সাধারণ মানুষকে এভাবে বিপাকে ফেলা সম্ভব।
এ পদক্ষেপের সুফল পাওয়া যাবে কি না- এমন প্রশ্নের জবাবে এই অর্থনীতিবিদ বলেছেন, কীভাবে আসবে তা বলা কঠিন। দেশের বাইরে পাচার হয়ে যাওয়া কালো টাকা ফিরিয়ে আনার পদক্ষেপ যেমন ব্যর্থ হয়েছে এ পদক্ষেটিও ব্যর্থ হতে পারে বলেও মনে করেন তিনি।
অমর্ত্য সেন আরো বলেন, ভালো নীতির জন্য কখনো কখনো মানুষকে সমস্যার মুখে পড়তে হতে পারে, কিন্তু তাই বলে সমস্যা সৃষ্টি হয়- এমনসব নীতিই যে ভালো হবে, তেমনটা নয়।