প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে ইংল্যান্ডের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার ঘরের মাঠে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে মরিনহোর শিষ্যরা।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার স্থানীয় সময় বিকালে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার। তবে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। দিমিত্রি পায়েতের ফ্রি-কিকে ঝাঁপিয়ে নেয়া হেডে লক্ষ্যভেদ করেন দিয়াফ্রা সাকো।
ম্যাচের ২১তম মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের নৈপুণ্যে সমতায় ফেরে ইউনাইটেড। পল পগবার ক্রসে মাথার পেছন দিয়ে হেড করে বল জালে জড়িয়ে দেন সুইডেনের এই স্ট্রাইকার।
এদিকে ম্যাচের ২৮তম মিনিটে পগবাকে হলুদ কার্ড দেখানোয় ক্ষুব্ধ মরিনহো পানির বোতলে লাথি মেরে বসেন, সঙ্গে সঙ্গে শাস্তিও পেয়ে যান। তাকে ডাগআউট ছাড়ার নির্দেশ দেন রেফারি।
বিরতি থেকে ফিরে দলে একাধিক পরিবর্তন আনে স্বাগতিক শিবির। তবে আর কোনো গোলের দেখা না পেলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রুনি-ইব্রাদের। এ ড্রয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।