জনপ্রশাসনের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি বর্তমান মুখ্য সচিব আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন। এ ব্যাপারে রোববার (২৭ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের বছর প্রশাসন ক্যাডারে যোগদান করেন। চাকরি-জীবনে তিনি মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তথ্য ও শিক্ষা সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ১৯ মার্চ তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।
১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে স্নাতক (সম্মান), ১৯৭৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৬ সালে নৃ-বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউট ও ডিউক বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর সিভিল সার্ভিস কলেজ, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংক ইনস্টিটিউট, ইরানের তেহরানের আইসেস্কো আঞ্চলিক কার্যালয় এবং অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর অ্যাডুকেশন রিসার্চ (এসিইআর) মেলবোর্নসহ অস্ট্রেলিয়ায় পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন তিনি।