লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীকে জিম্মি করে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করার ঘটনায় জড়িত অভিযোগে দুই লিবিয়া প্রবাসীসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
একজন ভুক্তভোগীকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। শনিবার রাতে ওই ৫ প্রতারককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, বিকেল ৩টায় সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।