‘দিন যত যাচ্ছে আমাদের মুখের বিষ ততই বাড়ছে। সংসদে আজ যে ভাষায় কথা হয় তা শুনে নারীরা টিভি বন্ধ করে দেয়, শিশুরা ভয় পায়।’
এ মন্তব্য যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের।
মঙ্গলবার বেলা ১১টায় নর্দার্ন ইউনিভির্সিটির বনানী ক্যাম্পাসে আয়োজিত ‘ঝুঁকিমুক্ত সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ‘রাজনীতিবিদরা হাইব্রিড হয়ে গেছেন’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাই প্রকৃত রাজনীতিবিদ খুঁজে পাওয়া মুশকিল।’
মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতিবিদদের সৌজন্যবোধ বা মূল্যবোধ বিলুপ্ত প্রজাতির প্রাণীর মতো হয়ে যাচ্ছে। আজ সব জায়গায় দলবাজি ঢুকে গেছে, একমাত্র ক্রিকেট মাঠ ছাড়া নিরপেক্ষ জায়গা বলতে কিছু নেই। শিক্ষাঙ্গণ, আদালত আর প্রেসক্লাবেও দলবাজি ছড়িয়ে পড়েছে।’
‘মন্ত্রীকে মন্ত্রী না ভেবে দেশের সেবক বা কর্মী ভাবতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, মন্ত্রী যদি দুর্বল হন তাহলে সে দুর্বল মন্ত্রীকে দিয়ে জনগণের সেবা করা সম্ভব নয়।’
‘নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত না রাখলে সংসদীয় গণতন্ত্রের সুফল সাধারণ জনগণ পাবে না’ বলেও মনে করেন ওবায়দুল কাদের।
‘বর্ষার আগে ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করাই হবে আমার মূল লক্ষ্য’ মন্তব্য করে তিনি বলেন, ‘যানজট ও সড়ক দুর্ঘটনা একেবারে নিরসন করা সম্ভব হবে না। তবে কমিয়ে আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমি নামের জন্য কাজ করি না, টাকার জন্য কাজ করি না, আমি কাজের জন্য কাজ করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন ইউনিভির্সিটির ভিসি প্রফেসর সামসুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভির্সিটির প্রফেসর আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ট্রেজারার এবিএম রাসিদুল হাসান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নুরুল ইসলাম প্রমুখ।