‘আগে দেখা যাক কী হয়,’ বিদ্রোহী প্রার্থীদের সম্পর্কে ওবায়দুল

‘আগে দেখা যাক কী হয়,’ বিদ্রোহী প্রার্থীদের সম্পর্কে ওবায়দুল

35জেলা পরিষদের নির্বাচনে দলের একাধিক নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারেন। এমন অবস্থায় আওয়ামী লীগ কী ব্যবস্থা নেবে তা জানতে চাওয়া হলে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‘আগে দেখা যাক কী হয়।’ তিনি বলেন,  এ মনোনয়নে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর তালিকা ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সদস্য বা সংরক্ষিত সদস্যপদে আমরা সিলেকশন করছি না। এটা চূড়ান্ত করবেন জেলা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট উপজেলা-পৌরসভা আওয়ামী লীগের সমন্বয়ে গঠিত কমিটি।

উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন পরোক্ষ ভোটে। ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের ভোটে ১ জন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত ৫ জন নারী সদস্য নির্বাচিত হবেন।

রাজনীতি