চাপ দিয়ে হলেও তিস্তা চুক্তি করুন: নাসিম

চাপ দিয়ে হলেও তিস্তা চুক্তি করুন: নাসিম

আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিবেশী দেশের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী আগামী ৫ মে ঢাকা আসবেন। তিনি বাংলাদেশের বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব। তার মাধ্যমে অনেক ন্যায্য পাওনা পাওয়া সম্ভব বলে উল্লেখ করে নাসিম পররাষ্ট্রমন্ত্রী বন্ধু হিসেবে চাপ দিয়ে হলেও তিস্তা চুক্তি সম্পাদন করার আহ্বান জানান।

তিনি মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশের সমুদ্র বিজয়: বিএনপি-জামায়াতের মিথ্যাচার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজিয়া মোস্তফা। এতে আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ মীমাংসায় দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এতে সমাধান না হওয়ায় তিনি আন্তর্জাতিক আদালতে গিয়েছেন। বিনা রক্তপাতে সমুদ্রের মধ্যে আর একটি বাংলাদেশের জন্ম দিয়েছেন।

তিনি বলেন, জাতির এ অর্জনে বিএনপি-জামায়াত পরশ্রীকাতর হয়ে বিভিন্নভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ কয়েকদিন আগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া জাতীয় সংসদে সমুদ্র বিজয়ে প্রধানমন্ত্রীকে নিঃসংকোচে অভিনন্দন জানিয়েছিলেন। পরে দলের বিভিন্ন মানুষের পরামর্শে তিনি সেই মত পাল্টে ফেলেছেন।

নাসিম আরো বলেন, বিএনপি কয়েক দফা ক্ষমতায় ছিল। তারা সমুদ্র কেন, একটি নদীও জয় করতে পারেনি। বিএনপির লক্ষ্য হলো, সমস্যা জিইয়ে রাখা এবং ভারত বিরোধী স্লোগানকে পুঁজি করে বারবার ক্ষমতায় আসা।

তিনি বলেন, সামনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিদ্যুৎ সমস্যার সমাধান করা। গত ৩ বছরে আমরা ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। চাহিদা ছিল, ৬ হাজার মেগাওয়াট। আমাদের সামনে সময় কম। এ অল্প সময়ের মধ্যেই আমরা বিদ্যুৎ সমস্যার মতো বড় সমস্যা মোকাবিলা করতে পারবো।

তবে এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যুৎ বিভাগে আরো দক্ষ, ডায়নামিক ও গতিশীল লোক নিয়োগের আহ্বান জানান নাসিম।

রাজনীতি