গাংনী উপজেলায় ২ আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনায় ৩৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে গাংনীর চরগোয়াল গ্রামের খাস জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতা আতাহার আলী ও হাবেল নিহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাত ১০টার দিকে নিহতদের সাথে থাকা আহত লালন বাদি হয়ে ৩৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন।
গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে আপেল আলী ও শরীফুল নামের ২ জনকে আটক করেছে। আটকৃতরা এ হত্যা মামলার এফআইআর ভূক্ত আসামী বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা।
এদিকে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোবাইল ফোনে জানান, হত্যাকাণ্ডের পর এলাকার বিএনপি নেতা কর্র্মীদের বাড়িতে হামলা, লুটপাট সহ অগ্নিসংযোগ চালাচ্ছে প্রতিপক্ষরা।
অন্যদিকে সোমবার সকালে ওই হত্যাকাণ্ডের পর থেকেই পুরো গ্রাম পুরুষ শূণ্য হয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে বিএনপি নেতা কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলেও জানা গেছে।
নিহত আতাহার আলী ও হাবেল আলীর লাশ রাতেই দাফন সম্পন্ন হয়েছে।