বিরোধী শক্তি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
বিরোধী দলের নেত্রী সম্পর্কে তিনি বলেন, ‘খালেদা জিয়া ধরা খাইছে, কারণ পাকিস্তানিদের কাছ থেকে যে টাকা নিয়েছে, তা এখন প্রমাণিত।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের পতাকা দেখলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং চেয়ে চেয়ে দেখেন। কারণ জীবনের প্রথম প্রেম তো, তাই তিনি পাকিস্তানকে ভুলতে পারেন না।’
মঙ্গলবার বিকেলে ৪১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আইডিইবি আয়োজিত বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা, কাঙ্খিত অর্থনৈতিক মুক্তির জন্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মুক্তিযোদ্ধা ডিপ্লেমা ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা দেওয়া হয়।
আইডিইবির মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংগঠনের সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, সাধারণ সম্পাদক শামসুর রহমান বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ ড. মা. রফিকুল ইসলাম মীর।
তিনি বিএনপির নেতা এমকে আনোয়ারকে নিয়ে বলেন, ‘এমকে আনোয়ার সারা জীবন চাকরি করেছেন। আর তিনি এখন যুদ্ধাপরাধী নিয়ে কথা বলেছেন। তিনি আইনজ্ঞ হলেন কবে?’
সুরঞ্জিত বলেন, ‘জমির উদ্দিন সরকারের মতো স্যুট বুট কোট থ্রি পিস পরা আমাদের স্মার্ট মন্ত্রী না থাকতে পারে কিন্তু নিষ্ঠাবান মন্ত্রীর অভাব নেই। তাই চীনের ড্রগনগুলো যখন মাথা তুলছে, ভারতের হাতিরা যখন শুঁড় তুলছে, তখন বাংলার টাইগাররা বসে থাকবে না।’
তিনি বলেন, ‘এ বছরই চার হাজার মেগাওয়াট বিদুৎ উপাদন হবে। বিদুতের কোনো অভাব থাকবে না।’