ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ড: হত্যাকারীর নাম প্রকাশ

ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ড: হত্যাকারীর নাম প্রকাশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ড শহরের একটি বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়ে সাত জনকে হত্যা করে এক উন্মত্ত বন্দুকধারী। এতে আহত হয় আরো চার জন।

পুলিশ জানিয়েছে ৪৩ বছর বয়সী ওই খুনির নাম ওয়ান গোহ। তিনি কোরিয়ান বংশোদ্ভূত বলে জানা গেছে। অকল্যান্ড পুলিশের প্রধান হাওর্য়াড জর্দান বলেন ওকোস বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর দায়ে অভিযুক্ত ওয়ান গোহ ওই প্রতিষ্ঠানেরই সাবেক ছাত্র।

হত্যাকারী পরবর্তীতে ঘটনাস্থলের নিকটবর্তী আলামেদা শহরের একটি সুপারমার্কেটের সামনে পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলে জানান তিনি।

অকল্যান্ড শহরে অবস্থিত ওকোস বিশ্ববিদ্যালয় মূলত একটি ব্যক্তিমালিকানাধীন ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে ধর্মতত্ত্ব, সঙ্গীত ও নার্সিংয়ের ওপর শিক্ষা দেওয়া হয়।

সোমবারের ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হন পাঁচ জন। বাকি দুই জন হাসপাতালে মারা যান।

আন্তর্জাতিক