নতুন ফিজিওর সঙ্গে মোস্তাফিজ

নতুন ফিজিওর সঙ্গে মোস্তাফিজ

32একটা সময় নিয়মিতই বিদেশি ফিজিও দেখা গেছে বাংলাদেশ দলে। ধারাটি বদলায় ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে। এখন পর্যন্ত জাতীয় দলের ফিজিও হিসেবে কাজ করছেন বায়েজিদুল ইসলাম। দুই বছরের বিরতি দিয়ে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ডিন কনওয়ে নতুন ফিজিও হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় পা রেখেই ইংল্যান্ড দলের সাবেক ফিজিও  বুধবার থেকেই টাইগারদের বিস্ময় বোলার মোস্তাফিকে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।

আগামী মাসে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। আর এ দলে আছেন বাংলাদেশের বোলিংয়ের মূল ভরসা মোস্তাফিজ। তবে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন বিস্ময় এই বোলার। কাঁধের অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়ায় আস্তে আস্তে বোলিং শুরু করেছেন এই বোলার। এবার নতুন ফিজিওয়ের তত্ত্বাবধানে শুরু হবে মোস্তাফিজের বোলিং কার্যক্রম।

বাংলাদেশে  আসার আগে কনওয়ে ইংল্যান্ড দলে কাজ করেছেন প্রায় ১৪ বছর। এর মধ্যে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে তার কাজের অভিজ্ঞতা আট বছর। নাসের হুসেইন-মাইকেল ভনদের সময় ইংল্যান্ড দলে ফিজিওর দায়িত্বে ছিলেন তিনি।

খেলাধূলা