তুরস্কের দক্ষিণাঞ্চলে গভর্নরের কার্যালয়ের পাশে বিস্ফোরণে নিহত ২

তুরস্কের দক্ষিণাঞ্চলে গভর্নরের কার্যালয়ের পাশে বিস্ফোরণে নিহত ২

19তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা প্রদেশের গভর্নরের কার্যালয়ের কাছে বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও আরো কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। প্রদেশের গভর্নর মেহমুত দেমিরতাস বলেছেন, বৃহস্পতিবার সকালের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কার্যালয়ের পাশে গাড়ি পার্কিংয়ের জায়গায় বিস্ফোরণের এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন দেমিরতাস।

বিস্ফোরণের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভবনের বাইরে রাখা গাড়ি আগুনে পুড়ছে ও আকাশের দিকে ধোঁয়া উড়ছে। আহতদের উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স ছুটছে।

ইউরোপীয় ইউনিয়নবিষয়ক তুরস্কের মন্ত্রী ওমর সেলিক সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে দেয়া এক টুইটে ওই বিস্ফোরণের ঘটনাকে জঘন্য হামলা বলে মন্তব্য করেছেন। তবে বিস্ফোরণের হতাতের সঠিক তথ্য এখনো জানায়নি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক