স্পেনে বেকারত্বের পরিমান সর্বকালের রেকর্ড ভেঙ্গে এখন ৪৭ লক্ষ ৭৫ হাজারে দাঁড়িয়েছে। সর্বশেষ উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে স্পেনের বেকারত্বের হার দাঁড়িয়েছে ২৩.৬ শতাংশে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়।
এর পাশাপাশি স্পেনে সরকারি ঋনের পরিমান চলতি বছরের মধ্যে ১০ শতাংশ বেড়ে মোট জিডিপির ৭৯.৮ শতাংশে গিয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের অর্থমন্ত্রী বলেছেন সরকারি ঋনের পরিমান চলতি বছরের শেষ নাগাদ জিডিপির ৬৮.৫ শতাংশ থেকে বেড়ে ৭৯.৮ শতাংশে গিয়ে দাঁড়াবে। তবে তিনি দাবি করেন এই হার ইউরো জোনের গড় হার ৯০.৪ শতাংশের থেকে অনেক নিচে অবস্থান করছে।
স্পেনের পার্লামেন্টে ২০১২ সালের বাজেট পেশের প্রাক্কালে সাম্প্রতিক এই পরিসংখ্যান সামনে আসলো। স্পেন তার নতুন বাজেট প্রস্তাবে ইতিমধ্যেই ২ হাজার ৭০০ কোটি ডলারের কৃচ্ছতা সাধন পরিকল্পনা সংযোজন করেছে।
স্পেনের বাজেট মন্ত্রী ক্রিস্টোবাল মোনতোরা বলেন, ‘আমি মনে করি এই বাজেট আমাদের ওপর ইউরোপিয়ান সহযোগীদের আস্থা নির্মাণে সহায়তা করবে।’ পার্লামেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি মঙ্গলবার এই সব কথা বলেন।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তরুন স্পেনীয়দের মধ্যে বেকারত্ব পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। স্পেনে তরুন ও যুবকদের মধ্যে বেকারত্বের হার বর্তমানে ৫০ শতাংশ বলে এই পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে বেকারত্বের হার সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে দেশটিতে এ বছর বেকারত্বের হার আরো বাড়তে পারে।
তবে স্পেনের সরকার আশা করছে তাদের গৃহীত শ্রম সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।