আন্তনিও কোন্তের হাত ধরে গত মৌসুমের ব্যর্থতাকে পেছনে ফেলে জয়রথ ছুটে চলছে চেলসির। রোববার মিডলসবরোকে ১-০ হারিয়ে টানা ষষ্ঠ জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে হ্যাজার্ড-কস্তারা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা চেলসি। হ্যাজার্ড-কস্তা-পেদ্রোরা একের পর এক আক্রমণ করতে থাকলেও গোলের জন্য ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় চেলসিকে। হ্যাজার্ডের কর্নারে ডি-বক্সে জটলার মধ্যে থেকে গোল করে দলকে লিড এনে দেন কস্তা।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করেছিল স্বাগতিকেরা। ম্যাচের ৭৮ মিনিটে ভালো একটি সুযোগও পেয়েছিল দলটি। তবে আলভেরো নেগ্রেদোর অসাধারণ এক ভলি দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন চেলসি গোলরক্ষক। এরপর আর কোনো গোল না হওয়ায় পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
এ জয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। আর সমান ২৭ পয়েন্ট নিয়ে লিভারপুল দ্বিতীয় ও ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। আর ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ম্যানচেস্টার ইউনাইটেড।