প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে শরীয়তপুরের ৬টি উপজেলায় ২৯ হাজার ২১৫ শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৫০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ইংরেজী পরীক্ষার প্রথম দিনে সদর উপজেলায় ২০টি কেন্দ্রে পাঁচ হাজার ২৩৬পরীক্ষার্থীর মধ্যে ১৮৬ জন, ভেদরগঞ্জ উপজেলায় ২৩টি কেন্দ্রে ছয় হাজার ৪৮৩পরীক্ষার্থীর মধ্যে ২৫২ জন, নড়িয়া উপজেলায় ২২টি কেন্দ্রে পাঁচ হাজার ৪০৯ পরীক্ষার্থীর মধ্যে ২১৯ জন, জাজিরা উপজেলায় ২০টি কেন্দ্রে পাঁচ হাজার ২০৫ পরীক্ষার্থীর মধ্যে ২৩৬ জন, ডামুড্যা উপজেলায় ১৪টি কেন্দ্রে দুই হাজার ৭৫০জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন এবং গোসাইরহাট উপজেলায় ১৫টি কেন্দ্রে চার হাজার ১৩৫জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৯জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
সমাপনী পরীক্ষায় অংশ না নেয়া শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষকদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, অনুপস্থিত শিক্ষার্থীরা কেউ অসুস্থ আবার কেউ দারিদ্র্যের কারণে বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে চলে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর অনুপস্থিতর সংখ্যা কমে এসেছে।