তালায় নিন্মমানের ইট দিয়ে চলছে রাস্তা নির্মাণ

তালায় নিন্মমানের ইট দিয়ে চলছে রাস্তা নির্মাণ

23সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজার থেকে ডাঙ্গানলতা অভিমূখী জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, অত্যন্ত নিন্মমানের ইট দিয়ে চলছে এলজিইডি বিভাগের রাস্তা নির্মাণের কাজ। রাতের আঁধারে ইট এনে খোয়া তৈরি করে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন ঠিকাদার।

satkhira

জাতপুর এলাকার আব্দুল মান্নান জানান, রাতের আঁধারে অচল ইট এনে খোয়া তৈরি করে রাস্তার সংস্কার কাজ করা হচ্ছে। ইটগুলো এত নিন্মমানের যে রাস্তাটি খুব অল্পদিনেই নষ্ট হয়ে যাবে। যোগসাযোশ করে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

ঠিকাদার হিসেবে তালার মহন্দি ঘোষপাড়া এলাকার কনক ঘোষ কাজটি করছেন।

satkhira

তালা উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসীম জাগো নিউজকে বলেন, বিষয়টি দেখছি।

তবে কতো টাকার কাজ, কতো কিলোমিটার কাজটি হচ্ছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কী তার কোনো তথ্যই দিতে পারেননি তিনি।

জেলা সংবাদ