শিশু অ্যালেক্সকে নিয়ে ওবামার গর্ব

শিশু অ্যালেক্সকে নিয়ে ওবামার গর্ব

2যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শিশু ওমরান দাকনেশকে নিজের বাড়িতে আনতে চেয়েছিল ছয় বছরের মার্কিন শিশু অ্যালেক্স। চিঠি লিখেছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে।

ছোট্ট অ্যালেক্স এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করলেন ওবামা। বারবার অ্যালেক্সের প্রশংসা করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

অ্যালেক্সকে ওবামা বলেন, তোমার মন খুবই নরম। আশা করব, তোমার চিন্তাধারা অন্যদের প্রভাবিত করবে। আমি গর্বিত। তোমার চিঠিটা সবার সামনে পড়েছি। সবাই তোমার কথা শুনেছে।

সিরিয়ায় বোমা বর্ষণে আহত হয়েছিল ওমরান দাকনেশ নামে এক ছোট্ট শিশু। অ্যাম্বুলেন্সে বসে থাকা ওমরানের ছবিটি পরে ভাইরাল হয়ে যায়। অ্যালেক্স সেই ছবিটি দেখেই ওমরানকে বাড়িতে আনার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ওবামাকে চিঠি পাঠায়। যাতে লেখা ছিল, ওমরানকে আমি বাড়ি নিয়ে আসতে চাই। সে আমাদের পরিবারের সদস্য হিসেবে থাকবে।

আন্তর্জাতিক শীর্ষ খবর