ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্রনাথ আর নেই

ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্রনাথ আর নেই

16ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্রনাথ রায় মারা গেছেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

নৈশকোচে ঢাকা যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হলে শনিবার ভোর ৪টার দিকে সিরাজগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জজ কোর্ট চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় । এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা জীতেন্দ্রনাথ রায় মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীতেন্দ্রনাথ রায় ছিলেন পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের বড়বাড়ী গ্রামের সহন চন্দ্র রায়ের ছেলে। ঠাকুরগাঁও জজ কোর্ট প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর  তার নিজ গ্রামের বাড়ীতে দাহকার্য্য সম্পন্ন করা হবে।

তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, জেলা বিএনপির আহŸায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান সহ ঠাকুরগাঁওয়ের অনেকে শোক জানিয়েছেন।

জেলা সংবাদ