জেলা পরিষদ নির্বাচন : মেহেরপুরে আ.লীগের ১৪ জনের মনোনয়ন জমা

জেলা পরিষদ নির্বাচন : মেহেরপুরে আ.লীগের ১৪ জনের মনোনয়ন জমা

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দলীয় মনোনয়ন পেতে মেহেরপুর আওয়ামী লীগের এক ডজনেরও বেশি নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের প্রত্যেকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নেত্রীর মনোনীত প্রার্থীর হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। 15

দলীয় মনোনয়ন পেতে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। ওই সময় পর্যন্ত মেহেরপুর জেলা আওয়ামী লীগের মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ মনোনয়নপত্র জমা নেন।

মনোনয়নপত্র জমাকারীরা হলেন- মেহেরপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হিরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি এবং জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেন, মনোনয়নপত্র  জমাদানকারীদের মধ্য হতে শিগগিরই দলের পক্ষ থেকে একজনের নাম ঘোষণা করা হবে।

এদিকে, বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুন বলেন, বিএনপি নির্বাচনে যাচ্ছে কি না সেটা দেখতে হবে। তারপর জেলা পরিষদ নির্বাচনে বিএনপির কে কে মনোনয়ন প্রত্যাশী তা বোঝা যাবে।

এছাড়া জেলা জাতীয় পার্টির নেতারা বলেন, দলীয় প্রধান এইচএম এরশাদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

জেলা সংবাদ