আসামে বিস্ফোরণে ৩ সেনা নিহত

আসামে বিস্ফোরণে ৩ সেনা নিহত

11ভারতের আসাম রাজ্যে সেনাবাহিনীর গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৩ সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৪ সেনা। এক কর্মকর্তা জানিয়েছেন, তিনসুকিয়া জেলায় একটি সেনাবহরকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড ফ্রন্ট অব অসম (আলফা) শনিবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা চালিয়েছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুয়াহাটি থেকে ৫১০ কিলোমিটার দূরের তিনসুকিয়ার বুরহিতে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী।  তখনই আলফা জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে। রাস্তায় আগে থেকেই বোমা পুতে রেখেছিল জঙ্গিরা।

ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে গুরুতর আহত হন ৭ সেনা। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনের  মৃত্যু হয়। বাকি চারজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। জঙ্গি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।

এক টুইট বার্তায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। তিনি বলেছেন, ‘আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা হয়েছে। গোটা ঘটনায় নজর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।’ এর আগে গত বুধবারই পেঙ্গারি চা বাগান সংলগ্ন ওই এলাকায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় একজন নিহত এবং আরো দু’জন আহত হয়।

আন্তর্জাতিক শীর্ষ খবর