জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিরা দেশের মুসলমানদের বিভ্রান্ত করে মানুষ হত্যা করছে। এটা করতে দেয়া যাবে না।
বৃহস্পতিবার সকালে মাদারীপুরের ছিলারচরে মনির-মুন্না ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী।
তিনি বলেন, যে ধর্ম সারা পৃথিবীতে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ধর্মকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশে ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। এই জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জঙ্গিরা ধর্মের নামে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী আরো বলেন, কোরআন হাসিদের কোন পাতায় মানুষ হত্যা করার বিষয়টি নেই।
জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে জঙ্গিরা দেশে যাতে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নৌমন্ত্রী।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।