রিয়াদ যুবলীগের স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত

‘যতদিন একজন রাজাকারও বাংলার মাটিতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে । যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ।’

রিয়াদে স্বাধীনতা দিবসে যুবলীগের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

২৯ মার্চ রাত ৮টায় কোকোপাম রেস্টুরেন্ট এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ।

রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি আফসার হোসেন। প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ফারুক। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান, প্রবাসী কুমিল্লা জেলা সমিতির সভাপতি জাকির হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, রিয়াদ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সেলিম ভূঁইয়া, জালালবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ. রহমান চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি মাধ্যম এর সভাপতি ডা. কামরুল ইসলাম,,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা মাধ্যম) এর শিক্ষক খাদেমুল ইসলাম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ এর সাবেক সভাপতি মো. আনিছ প্রম‍ুখ।

রিয়াদে বসবাসরত কয়েকজন মুক্তিযোদ্ধাকে লাল সবুজের র্স্কাফ পরিয়ে সম্মাননা দেওয়া হয়। সন্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সেলিম ভূঁইয়া, আজিজুল হক চৌধুরী,গোলাম মহিউদ্দিন, অহিদুজ্জামান শিক্ষক মিজানুর রহমান,বদিউজ্জামান, আবুল কালাম আজাদ ।

এতে উপস্হিত ছিলেন রিয়াদের মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, পেশাজীবী ও সাংবাদিকসহ আরো অনেকে ।

রাজনীতি