মহান স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলামের নাগরিক স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থাকলেও আসেননি বিএনপির মূল ধারার কেউই।
তবে বিএনপির নেতা হলেও প্রয়াত কমান্ডার সিরাজুল ইসলামকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও রাজনীতিকরা। আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ রাজনীতিকরাও স্মরণসভায় উপস্থিত হয়ে প্রয়াত কমান্ডারের প্রতি শ্রদ্ধা জানান।
তারা বলেন, ‘কমান্ডার সিরাজ বিএনপির রাজনীতি করলেও তিনি ছিলেন সকলের কাছে শ্রদ্ধা ও আপনজন। তার অবদান স্মরণ রাখার মত।’
রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কমান্ডার সিরাজুল ইসলাম স্মরণে নাগরিক শোক সভা আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি।
এতে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ নেতা আবদুল হাই, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান খসরু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) এর নারায়ণগঞ্জ কমিটির সভাপতি মোহর আলী, নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান, কল্যাণী সেবা সংঘের ডা. জিএম জাব্বার চিশতী, মহিলা দল নেত্রী রহিমা শরীফ মায়া, বিএনপি নেতা এইচ আনোয়ার প্রধান, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
এছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য দেন।
তারা আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ শেষে কমান্ডার সিরাজের কোন খেতাবের প্রয়োজন পড়েনি। তিনি কখনো নাম ফোটানোর চেষ্টা করেনি। তিনি নিজেকে সব সময়ে গুটিয়ে রেখেই সমাজের উন্নয়ন করেছেন। একাত্তরে তার অবদান স্মরণ করার মত। একাত্তরের ২৭ মার্চ বিবেকের তাড়নায় কমান্ডার সিরাজ নারায়ণগঞ্জ কোর্টের মালখানা ভেঙ্গে সরকারি অস্ত্র লুট করে পাক হানাদারদের মোকাবেলা করেছিলেন। তার ওই কৃতিত্বের কথা বিদেশি গণমাধ্যম ভয়েজ অব আমেরিকায় প্রচার হয়েছিল।
স্মরণসভায় সভাপতিত্ব করেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু।
কমান্ডার সিরাজুল ইসলামের স্মরণসভায় উপস্থিত না হওয়া প্রসঙ্গে মূলধারা খ্যাত শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বাংলানিউজকে বলেন, ‘আমি নিজে ২ দিন ধরে অনশন করায় কিছুটা অসুস্থ। তাছাড়া আমাদের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এ কারণেই আসা হয়নি।’
প্রসঙ্গত, ‘শনিবার বিকেলে শহরের পুরাতন কোর্ট এলাকায় পুরাতন আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ।
উল্লেখ্য, ২৩ মার্চ কমান্ডার সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।