নতুন প্রজন্মের একঝাঁক তরুণ-তরুণী নিয়ে আত্মপ্রকাশ করেছে এফএম স্টেশন ‘রেডিও চকলেট’। তারুণ্যই এই রেডিওর ষ্টেশনের মূল চালিকা শক্তি। তাদের মূল লক্ষ্য হলো ভুল শুধরে দেওয়া, বদলে দেওয়া ও নতুন চেতনা প্রতিষ্ঠা। এদের প্রতিদিনের অনুষ্ঠানে থাকছে মজার মজার বিনোদন আয়োজনের পাশাপাশি হৃদয় স্পশী নতুন ভাবনার অনুষ্ঠান । এই রেডিও স্টেশনে আরজে হয়ে যোগ দিয়েছেন মোশাররফ করিম ও নওশীন।
একটি এফএম রেডিও স্টেশনে কর্মরত আরজে, কলাকুশলী, আমন্ত্রিত অতিথি আর শ্রোতাদের গল্প নিয়ে দেশ টিভির নতুন দীর্ঘ ধারাবাহিক ‘রেডিও চকলেট’। আনিসুল হকের গল্প অবলম্বনে রেদওয়ান রনির নাট্যরূপ, চিত্রনাট্য ও পরিচালনায় এই দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নওশীন ছাড়া আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, স্বাগতা, অপর্না, মিশু সাব্বির, বাবর, ম ম মোর্শেদ, আরাবী, তন্দ্রা, স্নিগ্ধা, প্রিতম, লুবনা, ওয়ামিয়া, আবির, ধ্রুব, শ্রেষ্ঠা, আদ্রিতা, বিমল ও হাসান ইমাম প্রমুখ। এটি প্রচারিত হবে দেশ টিভিতে সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে।
দেশ টিভির নতুন দীর্ঘ ধারাবাহিক ‘রেডিও চকলেট’-প্রচার শুরু উপলক্ষে গত ১ এপ্রিল রবিবার ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর এমপি, লেখক আনিসুল হক এবং নাটকের পরিচালক রেদোয়ান রনি। উপস্থিত ছিলেন দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, অনুষ্ঠান প্রধান পারভেজ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নাটকের শিল্পী, কলা-কুশলী ও সাংবাদিকরা।
‘রেডিও চকলেট’ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে ৩ এপিল মঙ্গলবার থেকে দেশ টিভিতে।