লাক্স-চ্যানেল আই সুপার স্টার মুনমুন এখন উপস্থাপনা নিয়ে এতোই ব্যস্ত থাকেন যে, অভিনয়ের জন্য সময় বের করা তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিটিভিতে প্রচারিত ‘বিবিসি জানালা’ এবং আন্তর্জাতিক ফরম্যাটের অনুষ্ঠান ‘স্পেলিং বি’-এর উপস্থাপনা নিয়ে সপ্তাহ জুড়ে তার ব্যস্ততা লেগেই আছে। তার উপস্থাপনায় শিক্ষামূলক এ দুটো অনুষ্ঠানই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উপস্থাপনা নিয়ে এই তুমুল ব্যন্ততার মধ্যেও সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটককে অভিনয় করেছেন তিনি। জাহিদুল ইসলাম বিপ্লব পরিচালিত ‘কানাগলির মানুষ’ ধারাবাহিকে মজার একটি চরিত্রে অভিনয় করেছেন। কানাগলির মানুষ হিসেবেই মুনমুনকে এই ধারাবাহিকে দেখা যাবে। এছাড়াও এটিএন বাংলায় প্রচার হচ্ছে মুনমুন অভিনীত ধারাবাহিক নাটক ‘পালাবার পথ নেই’।
একই সঙ্গে উপস্থাপনা আর অভিনয় চালিয়ে যাওয়া প্রসঙ্গে মুনমুন বাংলানিউজকে বলেন, উপস্থাপনা করে একধরণের স্বাচ্ছন্দ্য পাই। তাই ইদানিং আমি উপস্থাপনার প্রতি বেশি জোর দিচ্ছি। অভিনয় করেও আনন্দ পাই। তবে আমি খানিকটা বেছে বেছে কাজ করি। চরিত্র পছন্দ না হলে কাজ করে তৃপ্তি পাই না। উপস্থাপনা বা অভিনয় যখন যেটা করি, পূর্ণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি।