মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি এবং যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন এনটিভির ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’ অনুষ্ঠানে। এটি প্রচার হবে ৩ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
বাংলাদেশে অবস্থানকারী বিদেশী অতিথিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’। অনুষ্ঠানের এবারের পর্বের অতিথি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। সাংবাদিক জহিরুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মজিনা কথা বলেছেন কৌশলগত সম্পর্কের উন্নয়ন, গণতন্ত্র সুরক্ষা এবং ২০১৪ সালে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার গুরুত্ব নিয়ে।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আরো বলেছেন, এশিয়ায় বাংলাদেশের সম্ভাবনা ও আগামী দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে। এছাড়াও দেশের মানবাধিকার পরিস্থিতি ও সংবাদপত্রের স্বাধীনতার বর্তমান প্রেক্ষাপট নিয়েও অনুষ্ঠানে কথা বলেছেন তিনি।
এনটিভিতে ৩ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’ অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ৪ এপ্রিল সকাল ৯টা ৩০ মিনিটে ।