এক শ্রেণির দুষ্কৃতকারী দেশের শান্তি বিঘ্নিত করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই সব ‘দুষ্কৃতকারী’দের এই দেশ থেকে হটিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশের আয়োজনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ‘অসমাপ্ত মহাকাব্য’ শিরোনামে ডিএফপি নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাম্প্রতিক দেশে বেশ কিছু দুষ্কর্ম হয়েছে। এটা অত্যন্ত গর্হিত ও অপরাধমূলক কাজ। দেশের শান্তি বিঘ্নিত করছে এক শ্রেণির দুষ্কৃতকারী। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বর্তমান সরকার এসব দুষ্কৃতদের দমনে অনেকটাই অগ্রগামী।
বঙ্গবন্ধুর রাজনীতির বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে ছিল অসম্ভব গুণাবলী। সহজেই মানুষের কাছে যেতেন। আপন করে নিতেন। দরদ দিয়ে জনসেবা করতেন এটাই ছিল বঙ্গবন্ধু মূল বৈশিষ্ট্য। মানুষের পক্ষে কথা বলতে গিয়ে কোনো রকম ভয় পেতেন না।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন ‘দেশের ইতিহাস সঠিকভাবে প্রদর্শন নীতিগত বিষয়। কিন্তু যখন যে সরকার আসে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মতো করে লেখার পায়তারা করে। কিন্তু এটা কখনো সম্ভব নয়। দেশের মানুষ এ ব্যাপারে খুবই সচেতন।’
মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভুলভাবে সবার কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আবদুল জব্বার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল প্রমুখ।