মিয়ামি মাস্টার্সের শিরোপা জিতেছেন বর্তমান বিশ্বসেরা নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকা হারিয়েছেন ইংল্যান্ডের অ্যান্ডি মারেকে।
জকোভিচ প্রথম সেটে দাঁড়াতেই দেননি বৃটিশ তারকাকে। সহজেই জিতে নেন ৬-১ গেমে। তবে দ্বিতীয় সেটে পাঁচ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ীর বিপক্ষে ঘুরে দাঁড়ান মারে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেটটি গড়ায় টাইব্রেকারে। যদিও শেষ পর্যন্ত এক নম্বর টেনিস তারকা জয় পান ৭-৬ (৭-৪) গেমে। এই প্রতিযোগিতায় মোট তিনবার শিরোপা জয়ের শ্বাদ নিলেন জকোভিচ।
জয় পাওয়ার পর উচ্ছ্বসিত জকোভিচ,‘আমার ধারণা, প্রথম থেকে শেষ পর্যন্ত একটি গ্রেট ম্যাচ খেলেছি।’
মৌসুমের শুরুতে প্রথম গ্র্যান্ডস্ল্যামম প্রতিযোগিতার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর চ্যাম্পিয়ন হলেন মিয়ামি মাস্টার্সে। ২০১১ মৌসুমটিও ছিলো জকোভিচের রাজত্বে। মৌসুমটিতে ৩টি গ্র্যান্ডস্ল্যামসহ জিতেছিলেন ১০টি শিরোপা।